দেশজুড়েপ্রধান শিরোনাম

পদ্মা সেতুর নাট-বল্টু খুলে টিকটক করা যুবকের ৭ দিনের রিমান্ড

ঢাকা অর্থনীতি ডেস্ক: পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে টিকটক করা সেই যুবক বায়জিদ তালহাকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৭ জুন) বিকেলে শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সালেহুজ্জামান এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত রোববার (২৬ জুন) বিকালে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে একটি টিকটক ভিডিওতে দেখা যায়, ওই যুবক হাত দিয়েই পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে ফেলেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, এই হলো আমাদের পদ্মা সেতু। হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু।

সোমবার (২৭ জুন) ব্রিফিংয়ে সিআইডি জানিয়েছে, ওই যুবকের নামে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। তিনি ছাড়াও তার সহযোগী অজ্ঞাতনামা আরও কয়েকজনকে এ মামলায় অভিযুক্ত করা হয়েছে। তার কাছে এবং বাসায় তল্লাশি করে বেশকিছু ডিভাইস উদ্ধার করা হয়েছে, যেগুলো এই মামলাটির সাথে সংশ্লিষ্ট।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close