দেশজুড়েপ্রধান শিরোনাম
পদ্মা সেতুতে বসলো ৩৪তম স্প্যান
ঢাকা অর্থনীতি ডেস্কঃ পদ্মা সেতুতে বসলো ৩৪তম স্প্যান। এর মধ্য দিয়ে দৃশ্যমান হলো সেতুর ৫ দশমিক ১ কিলোমিটার। রোববার সকাল ১০টা ১৫ মিনিটে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ৭ ও ৮ নম্বর পিলারের ওপর বসানো হয় ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটি।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আবদুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার দুপুরে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডের থেকে স্টিল ট্রাস জেটি থেকে স্প্যানটি নিয়ে পিলারের কাছে পৌঁছায় ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতা সম্পন্ন ক্রেন তিয়ান-ই। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় শনিবার স্প্যানটি বসানো সম্ভব হয়নি।
এর আগে, ১৯ অক্টোবর ৩৩তম স্প্যান বসানোর মধ্য দিয়ে স্বপ্নের পদ্মা সেতুর দৈর্ঘ্য হয় ৪ দশমিক ৯৫ কিলোমিটার। যা ছাড়িয়ে যায় যমুনা সেতুকে। যমুনা সেতুর দৈর্ঘ্য ৪ দশমিক ৮ কিলোমিটার।
২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর জাজিরা প্রান্তে ৩৭-৩৮ নম্বর পিলারের ওপর প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দেশের অন্যতম মেগাপ্রকল্প পদ্মা সেতু দৃশ্যমান হয়।
/এন এইচ