দেশজুড়েপ্রধান শিরোনাম
পদ্মায় নৌকাডুবি, রাবি ছাত্রীসহ নিখোঁজ ২

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজশাহী নগরীর উপকণ্ঠ হারুপুর নবগঙ্গা এলাকায় পদ্মায় নৌকাডুবিতে দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সূচনা ও স্থানীয় মাধ্যমিক বিদ্যলয়ের অষ্টম শ্রেণির ছাত্র রিমন।
রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন জানান, শুক্রবার বিকেলে পদ্মা নদীতে ১৫ যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ১৩ জনকে উদ্ধার করা গেলেও এখনো দুই শিক্ষার্থী নিখোঁজ। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরো জানান, উদ্ধার ১৩ জনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
/এন এইচ