প্রধান শিরোনামবিশ্বজুড়ে
পদত্যাগ করেছেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী “নাসিফ হিত্তি”
ঢাকা অর্থনীতি ডেস্কঃ সরকারের সঙ্গে মতের অমিল হওয়ায় পদত্যাগ করেছেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী নাসিফ হিত্তি। সোমবার তিনি দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াবের কাছে তার পদত্যাগ পত্র জমা দেন বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম স্পুৎনিক নিউজ।
লেবাননের বর্তমান সরকারের সঙ্গে অনেক দিন ধরেই মতানৈক্য চলছিলো নাসিফের। এমনকি প্রধানমন্ত্রী দিয়াবের সঙ্গেও তার দূরত্ব সৃষ্টি হয়েছিলো।
স্কাই নিউজ আরবের বরাত দিয়ে স্পুৎনিক জানিয়েছে, ২০২০ সালের জানুয়ারিতে নিয়োগ পাওয়া নাসিফ নীতি-নির্ধারন সংক্রান্ত বিষয় থেকে শুরু করে দেশে চলমান অর্থনৈতিক সংকটের ঘটনায় সরকারকে দুষছিলেন। সরকারের সঙ্গে তার মতের অমিল অনেক বেশি বেড়ে গিয়েছিলো।
/এন এইচ