বিশ্বজুড়ে

পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন

ঢাকা অর্থনীতি ডেস্ক: ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন পদত্যাগ করছেন। তার পদত্যাগের মধ্য দিয়ে আসন্ন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনের আগে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের দলে রদবদলের আভাস পাওয়া যাচ্ছে। তবে এখনও জানা যায়নি কে হচ্ছেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী। খবর বিবিসি ও রয়টার্স।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র জানান, মঙ্গলবার (৯ জানুয়ারি) পর্যন্ত নতুন প্রধানমন্ত্রীর বিষয়ে কোনো ঘোষণা আসবে না। জানা গেছে- নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত তিনিই এ পদে বহাল থাকবেন।

এক বিবৃতিতে বোর্নের প্রশংসা করেছেন ফরাসি প্রেসিডেন্ট। তিনি বলেন, সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় বোর্ন সাহসী, প্রতিশ্রুতিশীল ও দৃঢ় আচরণ করেছেন।

ফ্রান্সের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন। ২০২২ সালের মে মাসে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close