দেশজুড়েপ্রধান শিরোনাম
পটুয়াখালীতে গুলি ও দেশীয় অস্ত্রসহ ডাকাত সর্দার আটক
ঢাকা অর্থনীতি ডেস্ক: পটুয়াখালীর বাউফল থেকে গুলি ও দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত সর্দারকে আটক করেছে পুলিশ।
রোববার (২১ নভেম্বর) ভোরে বাউফলের কেশবপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের বাড়ি থেকে ৪ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সরদার এসমাইল গাজীকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে।
এলাকাবাসী জানায়, এসমাইল ডাকাত গ্রেপ্তার হওয়ায় এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এসমাইল ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে বাউফল থানার এসআই নাসির উদ্দিন মৃধার নেতৃত্বে পুলিশ তাকে আটক করে। এসমাইল ডাকাত দীর্ঘদিন ধরে পলাতক ছিল। ঘটনার দিন ভোর রাতে তিনি বাড়িতে আসেন। তার বিরুদ্ধে বাউফল থানা ও পটুয়াখালী কোর্টে ডাকাতি, বিস্ফোরক ও হত্যার চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।