দেশজুড়ে
পঞ্চম দিনেও চলছে ফেরি উদ্ধার অভিযান
ঢাকা অর্থনীতি ডেস্ক: পঞ্চম দিনেও দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের অদূরে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারের জন্য চলছে অভিযান। ফেরিতে থাকা কয়েকটি যানবাহন উদ্ধার করা গেলেও এখনও ফেরিটিকে উদ্ধার সম্ভব হয়নি। দুর্ঘটনার পর ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে, ফেরির সেকেন্ড ড্রাইভার হুমায়ুন কবিরের (৩৯) সন্ধান মেলেনি এখনও। তাকে উদ্ধারে নৌবাহিনীর ডুবুরি দল কাজ করছে।
রোববার (২১ জানুয়ারি) সকাল ৮টা থেকে পঞ্চম দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়।
উদ্ধার কাজ চালাচ্ছে নৌ-বাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। হামজা ও রুস্তমের পাশাপাশি কাজ করছে, উদ্ধারকারী জাহাজ- প্রত্যয়।
উল্লেখ্য, এর আগে গত ১৭ জানুয়ারি সকাল ৮টা ২৩ মিনিটে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যাত্রী, কাভার্ড ভ্যান ও পিকআপসহ ডুবে যায় রজনীগন্ধা ফেরি।
জানা গেছে, ফেরিটি দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়ায় আসার সময় ৫ নং ঘাটের কাছাকাছি এসে ডুবে যায় ফেরিটি। ফেরিটিতে ৭টি ছোট ট্রাক ও ২টি বড় ট্রাক ছিল। দীর্ঘসময় ফেরি উল্টে গিয়ে এর বেশকিছু অংশ পানির ওপরে ভাসমান ছিল।
/এএস