দেশজুড়েপ্রধান শিরোনাম

পঞ্চগড়ে ৬.৭ ডিগ্রি সেলসিয়াস

ঢাকা অর্থনীতি ডেস্ক: শীতে দেশের বেশিরভাগ এলাকায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এদিকে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে ৬.৭ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরের জেলা পঞ্চগড়ে হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় বেড়েছে দুর্ভোগ। তীব্র শীতে সময়মত কাজে যোগ দিতে পারছেনা শ্রমজীবী মানুষেরা।

ঠাকুগাঁওয়ে হাড় কাঁপানো শীতে শুধু জনজীবন নয়, জবুথবু হয়ে পড়েছে প্রাণীরাও। জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, গত ৯ দিন ধরে চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের পর আজ তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বাড়লেও শীতের তীব্রতা এখনও কমেনি।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের বেশ কিছু এলাকায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

Related Articles

Leave a Reply

Close
Close