দেশজুড়েপ্রধান শিরোনাম

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ৪.৫ ডিগ্রিতে, বিপর্যস্ত জনজীবন

ঢাকা অর্থনীতি ডেস্ক: দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে আবারো সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এতে শ্রমজীবী মানুষেরা পড়েছে চরম দুর্ভোগে।

রোববার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪ দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস বলে জানান তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর টানা ৪দিন পঞ্চগড়ে সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। শনিবার (২৮ ডিসেম্বর) তাপমাত্রা স্বাভাবিক থাকলেও রোববার আবারো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে পঞ্চগড়ে সর্বনিম্ন ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

/এনএ

Related Articles

Leave a Reply

Close
Close