দেশজুড়ে

পকেটে মোবাইল বিস্ফোরণ, কিশোর দগ্ধ

ঢাকা অর্থনীতি ডেস্ক: ঝালকাঠিতে প্যান্টের পকেটে থাকা মোবাইল ফোন বিস্ফোরিত হয়ে মো. ইমন (১৪) নামে এক কিশোর দগ্ধ হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বীর সেনা গ্রামে এ ঘটনা ঘটে। দগ্ধ ইমন ওই গ্রামের মো. নুরুল ইসলাম চাপরাশির ছেলে।

এলাকাবাসী জানান, ইমন নিজেদের বাড়িতে ছিল। হঠাৎ তার প্যান্টের পকেটে থাকা বাটন মোবাইল ফোন বিস্ফোরিত হয়। এতে ইমনের প্যান্ট পুড়ে শরীর দগ্ধ হয়। পরে স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে চিকিৎসা নেয় ইমন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মজিবুল হক আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক চিকিৎসা নিয়ে ছেলেটি বর্তমানে বাড়িতেই আছে। তার অবস্থা কিছুটা স্থিতিশীল।

Related Articles

Leave a Reply

Close
Close