দেশজুড়ে

পঁচা মাংস দিয়ে পিৎজা তৈরি, ডমিনোজ ম্যানেজারের জেল

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মেয়াদোত্তীর্ণ দুধ, বার্গার বান, পাউরুটি, কারি পাউডার এবং পচা দুর্গন্ধযুক্ত মাংস দিয়ে খাবার তৈরি করায় ডমিনোজ পিৎজার ম্যানেজারকে পাঁচদিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ ডিসেম্বর) রাজধানীর মিরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ কারাদণ্ড দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শান্তুনু চৌধুরী।

শান্তুনু চৌধুরী জানান, মিরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ডমিনোজ পিৎজার রান্নাঘরে মেয়াদোত্তীর্ণ দুধ, বার্গার বান, পাউরুটি, কারি পাউডার এবং পচা দুর্গন্ধযুক্ত মাংস পাওয়া যায়। এ অপরাধে তাৎক্ষণিকভাবে উপস্থিত ডমিনোজ পিৎজার ম্যানেজারকে পাঁচদিনের কারাদণ্ড দেয়া হয়।

Related Articles

Leave a Reply

Close
Close