দেশজুড়েপ্রধান শিরোনাম
নয়াপল্টনে পুলিশ-বিএনপি ধাওয়া পাল্টা ধাওয়া
ঢাকা অর্থনীতি ডেস্ক: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ব্যর্থতার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
সকাল থেকেই দলটির কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। তবে বিক্ষোভ সমাবেশ শুরু আগেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া।
দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন, সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে। তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ডাকলে সকাল থেকে গ্রেপ্তার চলছে। জনগণ যখন প্রতিবাদী হলেই হামলা চালানো হচ্ছে ৷ ক্ষমতায় টিকে থাকতে সরকার খালেদাকে অন্তরীণ করে রেখেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানান তিনি।
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়শ্বর চন্দ্র রায় বলেন, অন্যায়ভাবে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি না দিলে পুলিশের সাথে জনগণের লড়াই হবে।