ঢাকা অর্থনীতি ডেস্কঃ ন্যাশনাল জিওগ্রাফিক ট্রাভেল ফটোগ্রাফার অব দ্য ইয়ার প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে বাংলাদেশের ইজতেমার ছবি। এ ছবির আলোকচিত্রী হলেন সন্দ্বীপনি চট্টোপাধ্যায়।
প্রতিযোগিতায় শহর বিভাগে ‘স্ট্রিটস অব ঢাকা’ শীর্ষক ছবির জন্য বাংলাদেশি এ আলোকচিত্রীকে এ পুরস্কার দেয়া হয়।
ঢাকায় তোলা তার এ ছবিতে ফুটে উঠেছে বিশ্ব ইজতেমার সময় রাজধানী থেকে একটু দূরের একটি সড়কে ধর্মপ্রাণ মুসল্লিদের নামাজের দৃশ্য। তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে সারি সারি যানবাহন।
এবারের প্রতিযোগিতা হয়েছে তিন বিভাগে- প্রকৃতি, শহর ও মানুষ। এতে জমা পড়ে হাজার হাজার আলোকচিত্র। সেগুলোর মধ্য থেকে সেরা বাছাইয়ের জন্য বিচারক প্যানেলে ছিলেন বিশেষজ্ঞ আলোকচিত্রী ও ন্যাশনাল জিওগ্রাফিকের কর্মীরা।