শিল্প-বানিজ্য

ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির ২৬তম বার্ষিক সাধারণ সভা

ঢাকা অর্থনীতি ডেস্ক: বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় ২০২১ সালের নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদন এবং ১৮ শত্যাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

মঙ্গলবার (২৮ জুন) বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৬তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে।

পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তফা কামাল সভায় সভাপতিত্ব করেন।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন, কোম্পানির পরিচালক মিসেস বিউটি আক্তার, প্রফেসর ড. মীজানুর রহমান, মো. আলমগীর হোসেন খাঁন এফসিএমএ, মনজুর মো. সাইফুল আজমএফ সি এম এ, তাহমিনা বিনতে মোস্তফা, তায়েফ বিন ইউসুফ, তানজিমা বিনতে মোস্তফা, ওয়াশিকুর রহমান, তানভীর আহমেদ মোস্তফা, মিসেস তাসনিম বিনতে মোস্তফা এবং মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানা উল্লাহ, প্রধান অর্থ কর্মকর্তা শেখ বিল্লাল হোসেন এফসিএ, কোম্পানির অডিটর কাজী মোস্তফা আলম এফসিএ, এ.কে.এম. আমিনুল হক এফসিএ, মো. ফিরোজুল ইসলাম, সিনিয়র এক্সি: ভাইস প্রেসিডেন্ট (অর্থ ও হিসাব) ও কোম্পানি সচিব মো. মাসুদ রানা এবং কোম্পানির বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার সভায় সংযুক্ত ছিলেন।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close