দেশজুড়েপ্রধান শিরোনাম
নৌ শ্রমিকরা ধর্মঘট তুলে নেবে বলে আশাবাদী বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদকঃ যাত্রী ও নৌ যানসহ স্থাপনার নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসনসহ নৌ পুলিশ ও কোষ্টগার্ডের সাথে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিআইডাব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মাহবুব-উল-ইসলাম।
শনিবার(৩০ নভেম্বর) দুপুরে সাভার চামড়া শিল্প নগরী পরিদর্শন শেষে আমিনবাজারে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, সম্প্রতি শ্রম প্রতিমন্ত্রীর সাথে নৌ যান শ্রমিকদের সাথে অনুষ্ঠিত হওয়া বৈঠক থেকে নৌ যান শ্রমিকদের সবকটি দাবি মেনে নেয়া হয়। শুধু খোরাকি ভাতার বিষয়ে কিছু শ্রমিক খাদ্য দাবি করেন আবার কিছু শ্রমিক ভাতা দাবি করায় মালিক পক্ষের সাথে কথা বলার জন্য শ্রমপ্রতিমন্ত্রী সময় চেয়েছিলেন। কিন্তু কিছু শ্রমিক গতকাল রাত থেকে আবার ধর্মঘট শুরু করেছেন।
আজ বিকালে রাজধানীর শ্রম ভবনে নৌ যান শ্রমিকদের সাথে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে জানিয়ে বিআইডাব্লিউটিএ’র চেয়ারম্যান আশা করেন, বৈঠক থেকে ধর্মঘট পালনকারী নৌযান শ্রমিকরা সার্বিক বিষয় বুঝতে পারবেন এবং ধর্মঘট থেকে তারা বেরিয়ে আসবেন।
/আরএম