দেশজুড়েপ্রধান শিরোনাম

নৌ ধর্মঘট প্রত্যাহার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ খোরাকি ভাতা ও বেতন বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে তিন দিন ধরে চলমান পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মালিক ও শ্রমিকপক্ষের আলোচনার পর এ সিদ্ধান্ত নেয় শ্রমিকরা।

বৃহস্পতিবার শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সঙ্গে নৌযান শ্রমিক মালিকদের বৈঠকে এ সিদ্ধান্ত আসে।

ছোট জাহাজগুলোর জন্য ১ হাজার টাকা, ১ হাজার থেকে দেড় হাজার টনের জাহাজের জন্য ১ হাজার ২০০ টাকা ও তার চেয়ে বড় নৌযানের জন্য দেড় হাজার টাকা খাদ্য ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয় বৈঠকে। এর ফলে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন শ্রমিকরা।

বৈঠকে শৃঙ্খলা বজায় রেখে সকল নৌ শ্রমিকদের এখন থেকেও কাজ শুরু করতে আহ্বান জানান শ্রমিক নেতারা।

গত সোমবার মধ্যরাত থেকে সারা দেশে নৌযান শ্রমিকদের ধর্মঘট চলে। ১১ দফা দাবিতে দেশব্যাপী পণ্যবাহী নৌযান ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও নৌশ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদ।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close