দেশজুড়েপ্রধান শিরোনাম
নৌশ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার
ঢাকা অর্থনীতি ডেস্ক: সরকারের তরফ থেকে দাবি পূরণের আশ্বাসে প্রায় ৪৫ ঘণ্টা পর কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করেছেন নৌযান শ্রমিকরা।
বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবসার হোসেন চৌধুরী আজ শনিবার দিবাগত রাতে গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলমের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের নেতারা।
বৈঠক শেষ হয় রাত সাড়ে ৯টায়। এরপর তারা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।
আবসার জানান, সভায় সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা আল বাখেরা জাহাজে সাত খুনের ঘটনায় সুষ্ঠু তদন্ত, প্রকৃত দোষীদের গ্রেপ্তার, নিহত-আহত নাবিকদের উপযুক্ত ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন।
ফেডারেশনের সহসাধারণ সম্পাদক মো. নবী আলম জানিয়েছেন, কর্মসূচি প্রত্যাহারের ঘোষণার পরপরই চট্টগ্রাম নগরীর মাঝির ঘাট, বাংলাবাজার ও সদরঘাট এলাকায় ১৬টি বেসরকারি ঘাটে লাইটার জাহাজ শ্রমিকরা কাজে যোগ দিতে শুরু করেছেন।