দেশজুড়েপ্রধান শিরোনাম

নোয়াখালীতে ১৪৪ ধারা উপেক্ষা করে মিছিল, পুলিশের লাঠিচার্জ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ নোয়াখালীতে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর সমর্থকরা ১৪৪ ধারা ভেঙে মিছিল বের করেছে। এ সময় মিছিলটি জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এলে তাদের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপর ১২টার দিকে নোয়াখালী আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এর আগে, নোয়াখালী জেলা আওয়ামী লীগের বিবদমান তিন পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি আহ্বানকে কেন্দ্র করে নোয়াখালী পৌর এলাকায় সোমবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

এ সময় জেলা শহর মাইজদী, দত্তেরহাট, সোনাপুরসহ পৌর এলাকায় সব ধরণের সভা-সমাবেশ, মিছিল-র‌্যালি-শোভাযাত্রা এবং রাজনৈতিক প্রচার নিষিদ্ধ করা হয়।

সোমবার সকালে জেলা শহর ঘুরে দেখা যায়, জেলা আওয়ামী লীগ কার্যালয়, টাউন হল মোড় ও পৌরসভা ভবন সম্মুখে পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া শহরের বিভিন্ন সড়ক ও মোড়ে মোড়ে পুলিশের পাশাপাশি র‌্যাবের টহল রয়েছে।

এর আগে রোববার টাউন হল মোড়সহ শহরের বিভিন্ন স্থানে ধাওয়া-পাল্টাধাওয়ায় জড়িয়ে পড়েন আ.লীগের তিন পক্ষের নেতাকর্মীরা। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৯ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।

পূর্বঘোষণা অনুযায়ী, সোমবার সকাল ১০টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও টাউন হল মোড়ে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিহাব উদ্দিন শাহিন কর্তৃক সমাবেশ ও জনসভা করার ঘোষণা দেন। একই সময় পৌর নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালী পৌরসভা চত্বরে কর্মী সমাবেশের ঘোষণা দেন পৌর মেয়র শহিদ উল্লাহ খান সোহেল।

এই পরিস্থিতিতে পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোববার সন্ধ্যায় ১৪৪ ধারা জারির ঘোষণা দেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।

/ আর এইচ এস

Related Articles

Leave a Reply

Kdy je nejlepší čas Jen rozený špion: Najděte kočičku mezi listy Tajemství šéfkuchaře: Jak dlouho vařit vejce, aby Pouze "Herkules" rychle uhodne Neuvěřitelná hádanka pro novoroční náladu: Hledání hrací Skvělý detektiv řeší silvestrovskou hádanku: Kočku
Close
Close