দেশজুড়েবিশ্বজুড়ে

নেপাল সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করবে

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দুই দেশের মধ্যে ব্যবসা আর সংযোগ বাড়াতে নেপালকে সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে দিতে রাজি হয়েছে বাংলাদেশ। দুই দেশের কারিগরি কমিটি বৈঠক করে ওই বিমানবন্দর ব্যবহারের বিষয়টি চূড়ান্ত করবে।

মঙ্গলবার রাজধানীতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে ২০১৮ সালে সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের বিষয়টিতে একমত হয়েছিল দুই দেশ।

এ কে আবদুল মোমেন বলেন, আমরা বিমানবন্দরটির সম্প্রসারণ করছি। বর্তমানে ১২টি থেকে ১৪ ফ্লাইট সৈয়দপুরে যাচ্ছে। কাজেই লোকজন (নেপাল থেকে আসা) খুব সহজে ঢাকায় আসতে পারবেন।

আজ রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গেওয়ালির বৈঠকে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তিসহ সম্পর্ক জোরদারে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছে।

বাসসের খবরে বলা হয়, ১৯৭৯ সালে একটি অভ্যন্তরীণ বিমানবন্দর হিসাবে যাত্রা শুরু করে সৈয়দপুর বিমানবন্দর। এটি মোট ১৩৬.৫৯ একর জমির ওপর অবস্থিত। বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ এটি পরিচালনা করছে। বিমানবন্দরটি সৈয়দপুর শহর থেকে ২ কিলোমিটার দূরে এবং রাজধানী ঢাকা থেকে ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস, নভোএয়ার ও ইউএস-বাংলা এয়ারলাইনস বর্তমানে সৈয়দপুর বিমানবন্দর থেকে তাদের যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করছে।

/আরএম

Related Articles

Leave a Reply

Jak zvýšit krevní tlak bez léků: základní metoda šikovný babička Jak uchovat párky a klobásy: lze je zmrazit? 1. Důležité je každý den
Close
Close