দেশজুড়ে
নেত্রকোনায় জালভোট দিতে গিয়ে ২ স্কুলছাত্র আটক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ নেত্রকোনার আটপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে জালভোট দিতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে দুই স্কুলছাত্র আটক হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার সুখারী ইউনিয়নের নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ভোট দিতে গিয়ে ওই দুই ছাত্র আটক হয়। আটক দুই ছাত্র হলো- মেহেদী হাসান ও মাসুম মিয়া। তারা নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
এ বিষয়ে নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার সুরঞ্জন সরকারের সঙ্গে কথা হলে তিনি এসব তথ্য নিশ্চিত করেছেন।