দেশজুড়েপ্রধান শিরোনাম

নেই ডিগ্রি, এমবিবিএস পরিচয়ে দেখতেন রোগী

ঢাকা অর্থনীতি ডেস্কঃ পিজিটি (মেডিসিন), নিউরো মেডিসিন, বক্ষব্যাধি ও হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘদিন ধরে চিকিৎসা দিচ্ছিলেন কামরুল হাসান। নামের সঙ্গে ব্যবহার করতেন এমবিবিএস উপাধি। অবশেষে পুলিশের হাতে ধরা খেলেন এই ভুয়া চিকিৎসক।

সোমবার দুপুরে নোয়াখালীর মাইজদী শহরের হাসপাতাল রোড হাউজিং এস্টেট এলাকায় নিজ বাসায় অভিযান চালিয়ে কামরুলকে আটক করে পুলিশ। আটক কামরুল লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরপাগলা গ্রামের হোসেন আহমদের ছেলে।

সুধারাম থানার ওসি নবীর হোসেন জানান, মাইজদী শহরের মাতৃছায়া হাসপাতালে রোগী দেখতেন কামরুল। অনেক ভুক্তভোগী তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। এরই পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে মাইজদী শহরের হাসপাতাল রোড হাউজিং এস্টেট এলাকায় কামরুলের বাসায় অভিযান চালানো হয়। এ সময় তিনি নিজেকে এমবিবিএস ডাক্তার হিসেবে প্রমাণ করতে ব্যর্থ হন। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়।

এর আগে ২০১৮ সালের ১২ নভেম্বর একই হাসপাতাল থেকে আরেক ভুয়া ডাক্তার আবুল কাশেমকে গ্রেফতার করে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close