দেশজুড়ে
নীলফামারীতে গ্রেপ্তার হওয়া ৫ জঙ্গি রিমান্ডে
ঢাকা অর্থনীতি ডেস্ক: নীলফামারীর সোনারায়ে র্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়া ৫ জঙ্গিকে তিন দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
রোববার (৫ ডিসেম্বর) বিকেলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাফিজুল ইসলামের আদালতে হাজির করে পুলিশ তাদের ৫ দিনের করে রিমান্ড চাইলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এছাড়াও পলাতক শরিফসহ ৬ জঙ্গিকে আসামি করে মামলা করেছে র্যাব। রোববার র্যাবের পক্ষে সন্ত্রাস বিরোধী আইনে নীলফামারী সদর থানায় মামলাটি দায়ের করেন র্যাব-১৩ রংপুরের ডিএডি আব্দুল কাদের।
এর আগে গত শনিবার সকালে জেলা সদরের সোনারায়ের মাঝাপাড়ার শরিফুল ইসলাম শরিফের বাড়িতে অভিযান চালিয়ে একটি শক্তিশালী বোমা, বোমা তৈরির সরঞ্জাম, বিস্ফোরক, পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করে র্যাব। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক শরিফ আগেই বাড়ি ছেড়ে পালিয়ে যান।
এর আগে সোনারায় ও সংগলশী ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জঙ্গিকে আটক করা হয়।
পলাতক শরিফসহ আটকরা সবাই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য বলে জানিয়েছে র্যাব।