দেশজুড়ে

নিষেধাজ্ঞার পরেও অবাধে চলছে রিকশা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ যানজট নিরসনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর প্রধান তিন সড়কে রিকশা ও ভ্যান চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে রোববার (৭ জুলাই) সকাল থেকে।

কিন্তু কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, সড়কে রিকশা-ভ্যান বন্ধে পুলিশ কিংবা সিটি করপোরেশনের তেমন কোনো তৎপরতা নেই। ফলে নিষেধাজ্ঞার আওতাভুক্ত সড়কে অনেকটা দাপিয়েই বেড়াচ্ছে তিন চাকার এ বাহন।

নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রধান তিন সড়কের একটি কুড়িল থেকে বাড্ডা, রামপুরা, খিলগাঁও হয়ে সায়েদাবাদ পর্যন্ত রাস্তা। সকাল ১০টায় প্রগতি সরণির কুড়িল বিশ্বরোড, নর্দ্দা, নতুন বাজার, বাড্ডা, রামপুরা এলাকা ঘুরে দেখা যায়, সড়কে দাপিয়েই বেড়াচ্ছে রিকশা ও ভ্যান। ঢাকার দুই সিটি করপোরেশন গণবিজ্ঞপ্তি জারি করলেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সড়ক দখল করে বাহনগুলোকে। এক্ষেত্রে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের বিশেষ কার্যক্রমও চোখে পড়েনি।

পথচারীরা বলছেন, শুধু নিষেধাজ্ঞা দিলেই হবে না, তা বাস্তবায়ন করতে হবে সিটি করপোরেশন ও পুলিশকে। কিন্তু তাদের কোনো টিমই মাঠে নেই। তাহলে কীভাবে বন্ধ হবে রিকশা ও ভ্যান?

Related Articles

Leave a Reply

Close
Close