বিশ্বজুড়ে

নিষিদ্ধ হতে পারে ইমরান খানের দল

ঢাকা অর্থনীতি ডেস্ক: সরকারি সূত্রের বরাতে পাকিস্তানে নিষিদ্ধ হতে পারে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ পিটিআই। এমন সম্ভাবনার কথা জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। সোমবার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নির্বাচনী আইনের বেশ কয়েকটি ধারা ভঙ্গের অভিযোগে বাতিল হতে পারে দলটির বৈধতা। সাইফার মামলা ও গত ৯ মে দেশজুড়ে সহিংসতা মামলায় ইমরান খান ও পিটিআইয়ের শীর্ষ নেতারা দোষী সাব্যস্ত হলে এমন পদক্ষেপ নিতে পারে দেশটির নির্বাচন কমিশন।

এর আগে গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট থেকে গ্রেফতার করা হয় ইমরান খানকে। সেসময় গোটা পাকিস্তান জুড়ে বিক্ষোভ সহিংসতায় অংশ নেয় পিটিআই সমর্থকরা।

এছাড়া ২০০৩ সালের আগস্টে, নিষিদ্ধ তহবিল গঠনের অভিযোগও রয়েছে পিটিআইয়ের বিরুদ্ধে। এ বিষয়ক তদন্তের ফলাফলও প্রকাশ করা হতে পারে যেকোনো সময়। আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পাকিস্তানের নির্বাচন।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close