তথ্যপ্রযুক্তিদেশজুড়ে

নিষিদ্ধ চ্যানেল ও অবৈধ সংযোগের দায়ে ১০ লাখ টাকা জরিমানা

ঢাকা অর্থনীতি ডেস্ক: মিরপুর ডিজিটাল সাইবার ক্যাবল টিভি নেটওয়ার্ক সরকার নিষিদ্ধ চ্যানেল পরিবেশন ও অবৈধ ডিটিএইচ সংযোগের মাধ্যমে ব্যবসা করায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় র‍্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযানে এই জরিমানা করা হয় ডিস সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠানকে।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে রাজধানীর মিরপুরে ওই প্রতিষ্ঠানে বাংলাদেশ টেলিভিশন-বিটিভি’র কর্তৃপক্ষকে সাথে নিয়ে অভিযান চালায় র‍্যাব। এসময় ভারতীয় কোম্পানি টাটা স্কাইয়ের আটটি ডিটিএইচ সংযোগ জব্দ করা হয়।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, প্রায় দেড় লাখ টিভি সংযোগ দিয়েছিল প্রতিষ্ঠানটি। ফলে প্রতি মাসে বিদেশে পাচার হয়ে যাচ্ছিল লাখ লাখ টাকা। প্রতিষ্ঠানটির মালিক মাহমুদুল মামুন, এ এইচ এম আল আশরাফ ও ফরিদুল ইসলামকে ভবিষ্যতে এমন অবৈধ কাজ না করতে সতর্ক করে দেয়া হয় বলে জানান তিনি।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close