দেশজুড়ে

‘নির্বিঘ্নে ঈদযাত্রায় সকল প্রস্তুতি নেয়া হয়েছে’

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বন্যার কারণে এবার ঈদযাত্রায় মহাসড়কে কোনো সমস্যা হবে না বলে দাবী করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২২ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রী জানান ঈদের আগে ও পরের ৬ দিন মহাসড়কে ভারি যান চলাচল বন্ধ থাকবে। সিএনজি স্টেশন গুলো ২৪ ঘন্টা খোলা থাকবে টানা ১০ দিন। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের পাশে পশুর হাট না বসানোর নির্দেশ দেন সেতুমন্ত্রী।

প্রতি ঈদেই ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হয়। এবার তার সাথে যোগ হয়েছে বন্যা। অনেক সড়কে পানি উঠেছে সৃষ্টি হয়েছে খানাখন্দ।

তবে সেতুমন্ত্রী এ ব্যাপারে সকলকে আশস্ত করে জানালেন, আসন্ন ঈদুল আজহায় মহাসড়কে যাত্রা নির্বিঘ্ন করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে তার মন্ত্রণালয়। নাড়ির টানে ঘরে ফেরা মানুষের উপচে পড়া ভিড় নিয়ন্ত্রণে পোশাক শ্রমিকদের ধাপে ধাপে ছুটি দিতে বিজিএমইএর প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

এদিকে বিআরটিসির চলমান সংকট সমাধানে, চেয়ারম্যনের পরিবর্তনসহ বেশ কিছু উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Close
Close