দেশজুড়ে

‘নির্বাচন সুষ্ঠু দিকে যাচ্ছে না’

ঢাকা অর্থনীতি ডেস্কঃ নির্বাচন সুষ্ঠু হচ্ছে না বলে অভিযোগ ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের।

এই নির্বাচন সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানে মানারাত ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে ভোট দেয়ার পর এ কথা বলেন তিনি।

তাবিথ আউয়াল বলেন, ‘আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে হয়তো যাচ্ছি না। সকাল থেকেই বিএনপির প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হচ্ছে। কোথাও কোথাও কেন্দ্রে ঢুকতেই দেয়া হয়নি এজেন্টদের। সরকারি দল সকাল থেকেই ভয়ভীতি হামলা শুরু করে দিয়েছে। তবে হাল ছাড়ছি না। মনোবল ভাঙছি না।’

তিনি বলেন, সরকারি মহল ও নির্বাচন কমিশনের উদ্দেশ্য আমরা আগে থেকেই জানতাম। তবে শেষ দৃশ্য দেখার জন্য ভোটের মাঠে আছি। দেখি নির্বাচন কমিশনের মনোভাব বদলায় কি-না।

এসময় নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও দায়িত্বশীল পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।
/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close