দেশজুড়ে
নির্বাচন নিয়ে শঙ্কিত না হয়ে পর্যবেক্ষক পাঠাতে বললেন প্রধানমন্ত্রী
ঢাকা অর্থনীতি ডেস্ক: যেসব দেশ নির্বাচন নিয়ে শঙ্কার মধ্যে আছে , তাদের বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী নির্বাচন অবশ্যই অবাধ ও সুষ্ঠু হবে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণই সিদ্ধান্ত নেবে আগামীতে কারা ক্ষমতায় আসবে।
বুধবার (২৪ মে) দেশটির স্থানীয় সময় সকালে, কাতার ইকোনমিক ফোরামের প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগই জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেছে, এজন্য তাদের অনেক বেগ পেতে হয়েছে বলেও মন্তব্য করেন।
এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, আইএমএফ তাদেরই ঋণ দেয়, যারা পরিশোধের সক্ষমতা রাখে। বাংলাদেশ এই ঋণ কাজে লাগাবে এবং পরিশোধও করতে পারবে।
২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও স্মার্ট হিসেবে গড়তে তার সরকারের পরিকল্পনাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।