দেশজুড়ে
নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল গ্রহণ শুরু
ঢাকা অর্থনীতি ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল করা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলগ্রহণ শুরু হয়েছে।
মঙ্গলবার (০৫ ডিসেম্বর) সকাল থেকে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের ভিড় দেখা গেছে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে।
ইসি সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সারা দেশে ১ হাজার ৯৮৫ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। অবৈধ ঘোষণা করা হয়েছে ৭৩১ প্রার্থীর মনোনয়নপত্র।
যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তারা ৫ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত আপিল করতে পারবেন। ১০ ডিসেম্বর থেকে আপিল শুনানি শুরু হবে, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে আপিলের প্রক্রিয়া। যারা আজ প্রার্থিতা অবৈধ ঘোষণার বিরুদ্ধে প্রয়োজনীয় নথি জমা দেবেন শুধু তাদেরকেই টোকেন সংগ্রহ করতে বলেছে নির্বাচন কমিশন।
প্রার্থীদের আপিল দায়েরের জন্য নির্বাচন কমিশন ভবনের উত্তর পাশে সামিয়ানা টানিয়ে বুথ তৈরি করা হয়েছে।
আপিল দায়েরের জন্য মোট ১১টি বুথ তৈরি করা হয়েছে। বুথ-১ রংপুর অঞ্চল, বুথ-২ রাজশাহী অঞ্চল, বুথ-৩ খুলনা অঞ্চল, বুথ-৪ বরিশাল অঞ্চল, বুথ-৫ ময়মনসিংহ অঞ্চল, বুথ-৬ ঢাকা অঞ্চল, বুথ-৭ ফরিদপুর অঞ্চল, বুথ-৮ সিলেট অঞ্চল, বুথ-৯ কুমিল্লা অঞ্চল ও বুথ-১০ চট্টগ্রাম অঞ্চলের জন্য বরাদ্দ রাখা হয়েছে। বাকি একটি বুথ নির্বাচন কমিশনের।