দেশজুড়ে
নির্বাচনে বহুমুখী আন্তর্জাতিক চাপ ছিল: ড. হাছান মাহমুদ
ঢাকা অর্থনীতি ডেস্ক: গেল নির্বাচন নিয়ে বহুমুখী আন্তর্জাতিক চাপ ছিল, তবে সরকার তা কাটিয়ে উঠেছে বলে জানিয়েছেন নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার (১৪ জানুয়ারি) তিনি এ কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর এদিন তিনি প্রথমবার কার্যালয়ে আসেন।
এ সময় নতুন পররাষ্ট্রমন্ত্রী বলেন, বন্ধু রাষ্ট্রগুলোর যেকোনো উদ্বেগকে বাংলাদেশ গুরুত্ব দেয়। পরাশক্তিদের বিভক্তি থাকলেও নিজস্ব নীতিতে অটুট থাকবে সরকার। বাণিজ্য সম্প্রসারণসহ নতুন বাজার খোঁজাকে বড় চ্যালেঞ্জ হিসেবেই তিনি দেখেন বলেও জানান।
মন্ত্রী সরকারের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছেন। পাশাপাশি এই দফতরে তার চ্যালেঞ্জগুলোও তুলে ধরেন।
/এএস