দেশজুড়েপ্রধান শিরোনাম

নির্বাচনে না গেলে বিএনপি আইসিইউতে যাবে

ঢাকা অর্থনীতি ডেস্কঃ আগামী নির্বাচনে না এলে বিএনপি আইসিইউতে চলে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঘাটারচরে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপি-জামায়াতের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে ঢাকা জেলা আওয়ামী লীগ এই শান্তি সমাবেশের আয়োজন করে।

বিএনপির উদ্দেশ্যে কাদের বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার আর হবে না, হবে না, হবে না, ইনশাআল্লাহ হবে না। নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। আর এই নির্বাচন হতে দেবেন না, এমনটা হলে খবর আছে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।’

বিএনপি ও তাদের সমমনা দলগুলোর আন্দোলন নিয়ে সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আপনাদের পল্টন থেকে গোলাপবাগে যাওয়া ভুয়া, গরুর হাটের আন্দোলন ভুয়া, ২৭, ১২, ১০ দফা সবই ভুয়া।

বিএনপি মহাসচিবের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা সংকটে আছেন। আপনাদের দিয়ে কোনো আন্দোলন হবে না। আপনাদের দলও ভাঙবো না, জোটও ভাঙবো না, তবু তাসের ঘরের মতো সব ভেঙে যাবে। আপনাদের জোট টিকবে না, টিকতে পারেও না।’

বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আগামীতে বিএনপি নির্বাচনে না গেলে আইসিইউতে যাবে। তাদের আন্দোলনের গতি কমছে আর অভিযোগের পাহাড় বাড়ছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘মাঝে মাঝে ভাবতে কষ্ট হয় এ দলও (বিএনপি) আবার ক্ষমতা চায়। এ দেশে হারানো ক্ষমতা ফিরে পাওয়া কঠিন।’

শেখ হাসিনা সরকারকে হটাতে বিএনপি এখন পার্বত্য চট্টগ্রামসহ রোহিঙ্গা শিবির নিয়ে চক্রান্ত করছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনে বিএনপিকে জোর করে আনা হবে না, তবে নির্বাচন বানচালের চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবেলা করা হবে। চক্রান্ত করে শেখ হাসিনাকে হটাবেন? ফখরুল সাহেব মনে রাখবেন, ’৭৫ আর ২০২৩ সাল এক নয়। ২০০১ আর ২০২৩ এক নয়। সেই তত্ত্বাবধায়ক অস্বাভাবিক সরকার বাংলাদেশে আর হবে না।’

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপির খেলার দম ফুরিয়ে গেছে। আমরা আন্দোলনেও খেলব, নির্বাচনেও খেলব। বিএনপি এখন খরার কবলে। খরার মধ্যে পড়েছে বিএনপি। অসুস্থ হয়ে অচিরেই হাসপাতালে যাবে।’

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদের সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ প্রমুখ বক্তব্য দেন।

/আরএম

Related Articles

Leave a Reply

Objevte tisíce užitečných tipů a triků pro domácnost, vaření a zahradničení! Naše stránka je plná inspirace pro vaši každodenní rutinu. Naučte se nové recepty, jak efektivně využít prostor ve vaší zahradě a mnoho dalšího. Užijte si každý den plný užitečných informací a kreativních nápadů! Optický klam pro nejchytřejší: najdi další slovo za 4 Najdete psa za 10 sekund: tato hádanka "zlomí" váš mozek Hádanka pro moderní Einsteiny: Hádanka: najděte koně mezi soby za 9 sekund Test IQ: Musíte najít sněhuláka za 12 sekund Jaký je IQ dřevorubců? Těžká hádanka: bude ji zvládnout Rychlá hádanka: Najděte skutečného otce dítěte za 9 sekund Гений Джен находит морковь за Každý vidí Chcete se dozvědět, jak ušetřit čas a peníze v kuchyni? Nebo možná hledáte tipy na zahradničení a pěstování zeleniny? Navštivte náš web plný užitečných rad a triků pro každodenní život. Zde najdete recepty, návody a články, které vám pomohou vytvořit zdravé a chutné jídlo, stejně jako udržet váš zahrádku v perfektním stavu. Připojte se k nám a získejte inspiraci pro vaše každodenní aktivity!
Close
Close