দেশজুড়েপ্রধান শিরোনাম
নির্বাচনে কারচুপি বরদাস্ত করা হবে না: আমীর খসরু
ঢাকা অর্থনীতি ডেস্ক: নির্বাচনের আগে ইভিএমের সচ্ছতা প্রমাণের দাবী জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপি প্রার্থীর পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের ভোটাধিকার ফিরে পেতে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে বিএনপি প্রার্থী আবু সুফিয়ানের সমর্থনে নগরীর বাকলিয়া এলাকায় গণ সংযোগ করেন আমীর খসরু।
এসময় তিনি বলেন, ইভিএমের উপর দেশের মানুষের আস্থা নেই, তারপরও সরকার ভোট চুরির জন্য এই পদ্ধতিতে নির্বাচন করছে। এই নির্বাচনে কারচুপি করা হলে বরদাস্ত করা হবে না বলে জানান তিনি।
ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ই নভেম্বর চট্টগ্রাম ৮ আসনের তিনবারের সংসদ সদস্য জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ একাংশের নেতা মঈনউদ্দিন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ১৩ই জানুয়ারি প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে এই আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ আসনে ১৮৯টি কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা চার লাখ ৭৫ হাজার ৯৮৮।
/এএস