দেশজুড়েপ্রধান শিরোনাম

নির্বাচনে আ’লীগের নেতাকর্মীরা ভোট দিতে গিয়েছিলো কিনা তা নিয়ে সন্দেহ: কাদের

ঢাকা অর্থনীতি ডেস্ক: ঢাকা সিটি নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট দিতে গিয়েছিল কিনা সে বিষয়ে সন্দিহান দল। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলেনে এ মন্তব্য করেন তিনি।

এই বিষয়টি নিয়ে কার্যনির্বাহী কমিটির বৈঠকে আলোচনা হবে বলে জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, সিটি নির্বাচনে কোন কারচুপি হয়নি, অন্যথায় ভোটের হার এতো কম হতো না। এছাড়া ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগ সন্তুষ্ট বলেও জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপির পুননির্বাচনের দাবি মামা বাড়ির আবদার ছাড়া কিছু নয়।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close