বিনোদন
নির্বাচনে অনিয়ম, তিন কমিশনারের পদত্যাগ
ঢাকা অর্থনীতি ডেস্ক: টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস এসোসিশেন অব বাংলাদেশ (টেলিপ্যাব) ২০২২-২৪ মেয়াদের নির্বাচনকে ঘিরে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। ফলে একযোগে পদত্যাগ করেছেন তিন নির্বাচন কমিশনার।
পদত্যাগ ব্যক্তিরা হলেন- নরেশ ভূইঁয়া, বৃন্দাবন দাস, মাসুম আজিজ।
শুক্রবার (২৬ নভেম্বর) নির্বাচন কমিশনের আপিল বোর্ডের প্রধানের কাছে পাঠনো চিঠির মাধ্যমে পদত্যাগ করেছেন তারা। চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশনের মর্যাদা রক্ষার স্বার্থে কমিশন সর্বসম্মত সিদ্ধান্তে এই পদত্যাগ পত্র প্রদান করেছে।
টেলিভিশন প্রযোজকদের এ সংগঠনের নির্বাচন হওয়ার কথা ছিল ১১ ডিসেম্বর। তফসিল ঘোষণার পর ২৭টি পদের বিপরীতে মোট ৫৫জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন। পরে যাচাই বাছাই প্রক্রিয়ায় নির্বাচনী তফসিলের ১২.৩ ধারা অনুযায়ী ১৭ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এ ধারায় বলা আছে, কোনো সদস্য একই পদে একাধিক প্রার্থীর প্রস্তাবক বা সমর্থক হতে পারবে না।
এরপর শুরু হয় উত্তেজনা। বাদ পড়া ১৫ প্রার্থী আপিল বোর্ডের প্রধান খায়রুল আলম সবুজের কাছে তাদের মনোয়নপত্র পুনঃবিবেচনার আপিল করে। আপিল বোর্ডের প্রধান নির্বাচন কমিশনকে কোনো রকম অবহিত না করে, শুনানীর সুযোগ না দিয়ে এক তরফা সিদ্ধান্ত গ্রহণ করেন। তার মধ্যে আছে- নির্বাচনী তফসিল স্থগিতের সুপারিশ, আগামী ৩০ নভেম্বর সন্ধ্যা ৭টায় সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সভা আহ্বান করা হয়ে।
নির্বাচন কমিশন মনে করে, আপিল বোর্ড প্রধানের এই কর্মকান্ড বে-আইনি, এখতিয়ার বহির্ভূত এবং স্বাধীন নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ায় অযাচিত হস্তক্ষেপের শামিল। যা অগ্রহণযোগ্য এবং নির্বাচন কমিশনের প্রতি অসৌজন্যমূলক ও অসম্মানজনক আচরণ।
এ অবস্থায় নির্বাচন কমিশনের মর্যাদা রক্ষার স্বার্থে কমিশন সর্বসম্মতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কমিশনের দায়িত্বে থাকা মাসুম আজিজ, নরেশ ভুইঁয়া, বৃন্দাবন দাস।