করোনাদেশজুড়েপ্রধান শিরোনাম
নির্দেশনা মেনে সব মন্ত্রণালয় খোলার নির্দেশ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ টানা ছুটির মধ্যে থাকা সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ, দফতরকে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা ১৩ দফা নির্দেশনা অনুসরণ করে খোলা রাখার নির্দেশ দিয়েছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা ছুটির প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক আদেশেও একই নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, এ ছুটিকালীন কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও তাদের নিয়ন্ত্রণাধীন অফিস প্রয়োজন অনুসারে খোলা রাখবে। সেই সঙ্গে তারা কার্যক্রম পরিচালনার জন্য সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবে। মন্ত্রণালয়/বিভাগ এবং আওতাধীন অফিসগুলোর কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা ১৩ দফা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত প্রথম দফায় সাধারণ ছুুটি ঘোষণা করে। ওই ছুটি ঘোষণার পর সব অফিস-আদালত বন্ধ হয়ে যায়। এরপর সরকার পর্যায়ক্রমে কয়েক দফা ছুটির মেয়াদ বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করে। এ ছুটিকালীন বেশ কিছু মন্ত্রণালয় ও দফতর প্রয়োজন অনুযায়ী সীমিত আকারে খোলা রেখে কার্যক্রম চালায়। সর্বশেষ গতকাল এক প্রজ্ঞাপনে চলমান ছুটির মেয়াদ ৩০ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়।
/আরএম
Notice: Trying to access array offset on value of type bool in /home/dhakkkbn/public_html/wp-content/themes/jannah/framework/classes/class-tielabs-filters.php on line 320
Notice: Trying to access array offset on value of type bool in /home/dhakkkbn/public_html/wp-content/themes/jannah/framework/classes/class-tielabs-filters.php on line 320
Notice: Trying to access array offset on value of type bool in /home/dhakkkbn/public_html/wp-content/themes/jannah/framework/functions/media-functions.php on line 72
Notice: Trying to access array offset on value of type bool in /home/dhakkkbn/public_html/wp-content/themes/jannah/framework/classes/class-tielabs-filters.php on line 320
Notice: Trying to access array offset on value of type bool in /home/dhakkkbn/public_html/wp-content/themes/jannah/framework/functions/media-functions.php on line 72