ধামরাইপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

নিরাপদ সড়কের দাবিতে ধামরাইয়ে মানববন্ধন

ধামরাই প্রতিবেদক: সড়ক দুর্ঘটনা এড়াতে ও সচেতনতা বাড়তে ধামরাইয়ের বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষার্থীরা একত্রিত হয়ে নিরাপদ সড়ক চাই সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

শুক্রবার (১৭ সেপ্টম্বর) দুপুরে ধামরাই উপজেলার ঢাকা আরিচা মহাসড়কের ঢুলিভিটা বাস ষ্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিরাপদ সড়ক চাই ধামরাই উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে ১৫টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা ও শিক্ষার্থীরা অংশ নেন।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা আরিচা মহাসড়কে বেপরোয়া গতির গাড়ির কারনে সড়কে অনেকের মৃত্যু হচ্ছে। আমাদের দাবি নিরাপদে বাড়ি ফেরা এজন্য নিরাপদ সড়ক চাই। পাশাপাশি সড়কে শৃঙ্খলায় বজায় রাখতে ট্রাফিক পুলিশকে আরো আন্তরিক হওয়ার অনুরোধও জানান তারা।

মানববন্ধন চলাকালীন সমাবেশে নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সভাপতি ইমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাহিদ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন ধামরাই নাগরিক সমাজের প্রতিনিধি ও সাংবাদিক মাহমুদ ইকবাল, নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) কমিটির সদস্যসহ আরো অনেকে ।

Related Articles

Leave a Reply

Close
Close