দেশজুড়ে
নিরাপদে বুকের দুধ পান করতে হাইকোর্টে শিশুর রিট!
ঢাকা অর্থনীতি ডেস্কঃ মায়ের বুকের দুধ নিরাপদ পরিবেশ ও স্বাচ্ছন্দ্যে পান করার জন্য নয় মাস বয়সী শিশু উমাইর বিন সাদী হাইকোর্টে রিট দায়ের করেছে। বাংলাদেশের উচ্চ আদালতে এই প্রথম এত অল্প বয়সী কোনো শিশু পিটিশনার হয়েছে। তবে এজন্য আদালতের অনুমতিও নিতে হয়েছে।
রিটে বলা হয়েছে, এমন পরিবেশে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করতে হবে যেখানে কোনো মা সন্তানকে বুকের দুধ পান করাতে কোনো অস্বস্তি বোধ করবে না বা যৌন হয়রানির শিকার হবেন না।
রিটে মন্ত্রী পরিষদ সচিব, নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য সচিব, সমাজকল্যাণ সচিব, বিমান ও পর্যটন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিট আবেদনে কর্মক্ষেত্র, শপিংমল, এয়ারপোর্ট, বাসস্টপ, রেলওয়ে স্টেশনে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশনা চাওয়া হয়েছে।
শিশু উমাইরের রিটের মাধ্যমে ‘ব্রেস্ট ফিডিং কর্নার’ স্থাপনের নির্দেশনা আসবে বলে প্রত্যাশা করছেন তার মা।
রিট আবেদনের ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রয়োজনীয়তা সংক্রান্ত পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে।