বিশ্বজুড়ে
নিয়মিত বিরতিতে রুশ ভূখণ্ডেও হামলা অব্যাহত রেখেছে ইউক্রেন
ঢাকা অর্থনীতি ডেস্ক: রণক্ষেত্রে লড়াইয়ের পাশাপাশি নিয়মিত বিরতিতে রুশ ভূখণ্ডেও হামলা অব্যাহত রেখেছে ইউক্রেন।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে রাশিয়ার দক্ষিণ-পশ্চিমের শহর ভোরোনজে আঘাত হেনেছে ইউক্রেনের ড্রোন। খবর রয়টার্সের।
শহর কর্তৃপক্ষ জানায়, দুই ভবনের মোট ৩৫টি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত। এসব হামলায় এক শিশু আহত হয়েছে। ভিডিওতে দেখা যায়, একটি বহুতল ভবনে ড্রোনের আঘাতে আগুন ধরে যায়। এছাড়া, ক্ষতিগ্রস্ত হয়েছে আরও একটি ভবন।
এদিকে মস্কোর দাবি, তাদের প্রতিরক্ষা বাহিনী অন্তত ৫টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া, বেলগোরোদ অঞ্চলেও ইউক্রেন থেকে ছোড়া আরও চারটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ভোরোনজে শহরের দক্ষিণ-পশ্চিমে জরুরি অবস্থাও জারি করা হয়েছে।
/এএস