দেশজুড়ে
নিজ শিশুকে নির্যাতনের দৃশ্য অফিসে বসে দেখছিলেন বাবা (ভিডিওসহ)
ঢাকা অর্থনীতি ডেস্কঃ দুই বছরের ফুটফুটে ছোট্ট শিশুটিকে একের পর এক লাথি মেরে যাচ্ছে বাসার গৃহকর্মী। আর অফিসে বসে সেই ভয়াবহ দৃশ্য দেখছিলেন শিশুটির ‘অসহায়’ বাবা।
রাজধানীর শাহজাহানপুর এলাকার বাসিন্দা ইঞ্জিনিয়ার আল আমিন সরকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। শিশুটির মা লুৎফুন্নাহার উপজেলা শিক্ষা কর্মকর্তা। এই দম্পতির একমাত্র শিশু আবদুল্লাহ আবতাই আয়াতের বয়স মাত্র দুই বছর।
স্বামী-স্ত্রী দুজনেই চাকরি করায় আয়াত থাকত বাসায় গৃহকর্মীর কাছে। কিছুদিন ধরেই সন্তানকে দেখে অস্বাভাবিক কিছু একটা আশঙ্কা হয়েছিল বাবার। যে কারণে তিনি দ্রুত নিজের বাসায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করেন। আইপি ক্যামেরায় ধারণ ফুটেজ তিনি নিজের স্মার্টফোনেই লাইভ দেখতে পারতেন। যে কারণে নিজের সন্তান চোখে চোখেই থাকত।
অবশেষে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) অফিসে বসে ভয়ঙ্কর এক দৃশ্য চোখে পড়ল আল আমিন সরকারের। সিসি ক্যামেরায় ধরা পড়ে গৃহকর্মী দ্বারা সন্তানকে নির্যাতনের দৃশ্য! বাথরুম থেকে ঘরের ভেতর ছুড়ে ফেলে দিয়ে ওইটুকু শিশুকে একের পর এক লাথি মারতে থাকে সেই গৃহকর্মী! অতঃপর ক্রন্দনরত শিশুকে সেভাবে ফেলে দিয়েই আবারও নিজের কাজে মন দেয় সে।
প্রযুক্তির কল্যাণে অফিসে বসে কলিজার টুকরা সন্তানের ওপর এই ভয়াবহ নির্যাতনের দৃশ্য দেখে চিৎকার করা ছাড়া বাবার তখন কীইবা করার ছিল! সঙ্গে সঙ্গেই তিনি ছোটেন বাসার দিকে। গৃহকর্মীর হাত থেকে উদ্ধার করেন নিজের সন্তানকে।
এ ঘটনায় শুক্রবার (১৫ নভেম্বর) রাত সোয়া ৯টায় শাহজাহানপুর থানায় শিশু নির্যাতন দমন আইন-২০১৩ (সংশোধিত ২০১৮) এর ৭০ ধারায় একটি মামলা করেন আল আমিন সরকার। অভিযুক্ত গৃহকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শিশুটির বাবা আল আমিন সরকার গণমাধ্যমকে বলেন, আমি একজন অসহায় বাবা, যাকে দেখতে হয়েছে ২ বছরের সন্তানকে বিভৎস্য মারের দৃশ্য! এ নির্যাতনের দৃশ্য দেখেও কিছু করতে না পারার আক্ষেপে পুড়ছি আমি। দেখা ছাড়া কিছু করার ছিল না আমার!
তিনি আরও বলেন, বাসায় ফিরে আমার সন্তানকে জড়িয়ে ধরেছি, কোলে তুলে নিয়েছি, অনেক আদর করেছি। কিন্তু অন্যদিনের মতো চিৎকার করে বাবা বাবা করে নাই। বাচ্চাটা আমার মার আর লাথির ভয়ে এতটাই ভীত হয়ে পড়েছিল যে, বাবা বলতে যেন ভুলেই গিয়েছিল! আমি এ ঘটনার বিচার চাই। সেইসঙ্গে আমাদের মতো দম্পতিরা যেন সন্তানের নিরাপত্তা নিয়ে সচেতন হন।
বাসায় ২ বছরের সন্তানকে পেটাচ্ছে কাজের মেয়ে
বাসায় ২ বছরের সন্তানকে পেটাচ্ছে কাজের মেয়ে! অফিসে বসে দেখছিলেন অসহায় বাবা!সোর্স: কালের কণ্ঠ
Posted by Nazmul Hossain on Sunday, November 17, 2019