সাভারস্থানীয় সংবাদ

‘নিজ আঙ্গীনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’; সাভারে র‌্যালী

নিজস্ব প্রতিবেদক:  নিজ আঙ্গীনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি এ শ্লোগানে সাভারের হেমায়েতপুরে মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনামুলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে সাভারের তেতুঁলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমরের নেতৃত্বে একটি জনসচেতনামুলক র‌্যালী শুরু হয়। র‌্যালীটি হেমায়েতপুর বাস স্ট্যান্ড থেকে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন দিক প্রদক্ষি করেন একই স্থানে এসে শেষ হয়। পরে ৪টি ফগার মেশিন দিয়ে মশার কীটনাশক ছিটানো হয়।

এসময় ইউপি চেয়ারম্যান বলেন, তেতুঁলঝোড়া ইউনিয়ন এলাকায় এখনও ডেঙ্গু মহামারি আকার ধারন করেনি। ডেঙ্গু আতঙ্ক ও ডেঙ্গুর মহামারি ছড়িয়ে পড়ার আগেই ডেঙ্গু মশা নিধনে এই কার্যক্রম শুরু করা হয়েছে। যত দিন ডেঙ্গুর প্রভাব থাকবে তত দিন ফগার মেশীন দিয়ে মশার কীটনাশক ছিটানো অব্যাহত থাকবে বলেও জানান চেয়ারম্যান।

এসময় সাধারন মানুষের মাঝে সচেতনামুলক লিফলেট এবং মশরি, মশা মারার এরোসল বিতরন করা হয়।

Related Articles

Leave a Reply

Close
Close