খেলাধুলা

নিজের ঘরকেই মসজিদ বানাতে বললেন ইরফান পাঠান

ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনাভাইরাসে গৃহবন্দী বিশ্বের অধিকাংশ মানুষই। কোন দেশে লকডাউন, আবার কোন দেশে কারফিউ। তাই জনসমাগম এড়াতে মসজিদে নামাজ পড়তে না যাওয়ার অনুরোধও করা হয়েছে। সেই অনুরোধ মানছেন অনেকেই।

কিছুদিনের জন্য মসজিদে নামাজ এড়াতে মুসলিদের উৎসাহ যোগাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে ভিডিও বার্তা দিয়েছেন ভারতের সাবেক বোলিং অলরাউন্ডার ইরফান পাঠান। মুসলমানদের নিজেদের ঘরকেই মসজিদ বানাতে বলছেন তিনি।

এক ভিডিও বার্তায় পাঠান বলেন, ‘এমনটা ভাববেন না যে, মসজিদে যেতে মানা করা হয়েছে। বরং এটা ভাবুন যে, আমাদের ঘরকেই মসজিদ বানাতে বলা হয়েছে। কিছুদিন আমরা ঘরেই নামাজ পড়ি।’

করোনাভাইরাসের কারণে ২১ দিনের লকডাউনে রয়েছে ভারত। সোমবার থেকে বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন মসজিদে নামাজ পড়া থেকে বিরত রাখতে অনুরোধ করেছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close