দেশজুড়ে

নিজেকে ইমাম মাহাদী বলে দাবি করেন মোশতাক, বাংলাদেশ পুলিশের মামলা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সৌদি প্রবাসী মুশতাক মুহাম্মদ আরমান নিজেকে ইমাম মাহাদী দাবি করেছেন। বেশ কিছুদিন ধরেই তিনি এ দাবি করে আসছেন। এ বিষয়ে তার কয়েকটি ভিডিও বার্তায় নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। এমন ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)। পুলিশ জানিয়েছে, তাকে সৌদি আরব থেকে ফিরিয়ে আনার চেষ্টাও চালানো হচ্ছে।

সিটিটিসির উপ-কমিশনার (ডিসি) সাইফুল ইসলাম বলেন, মুশতাক নিজেকে ইমাম মাহাদী দাবি করে অসত্য, বিভ্রান্তিকর বক্তব্য ও তথ্য দেশের ধর্মপ্রাণ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

সিটিটিসি সূত্র জানায়, সৌদি আরবে অবস্থান করে মুশতাক দীর্ঘদিন যাবৎ ইসলাম ধর্মের অপব্যাখ্যামূলক, মনগড়া ও ভিত্তিহীন বক্তব্য অডিও-ভিডিও আকারে প্রচার করছে। ‘তাকওয়া অনলাইন টিভি’ নামের একটি ইউটিউব চ্যানেল ও তার নিজস্ব ফেসবুক আইডি থেকে প্রচার করছেন। তিনি নিজেকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর বংশধর হিসেবে দাবি করেন।

এ ছাড়া স্বপ্নযোগে ইমাম মাহাদী হিসেবে ঘোষিত হওয়ার বার্তা প্রাপ্ত হয়েছেন বলেও দাবি করছেন তিনি। মুশতাকের এমন বক্তব্যে বিভ্রান্ত হয়ে তার কথিত ‘বয়াত’ গ্রহণ করে বাংলাদেশ থেকে ইমাম মাহাদীর সৈনিক হিসেবে কথিত জিহাদে অংশ নিতে যাওয়া ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

মুস্তাক মুহাম্মদ আরমান খানের ওয়েবসাইটে দেয়া জীবনবৃত্তান্তের তথ্য অনুযায়ী তার বাড়ি নেত্রকোনায়। বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করেছেন তিনি। পরে উচ্চ শিক্ষার জন্য তিনি মালয়েশিয়ায় যান। সেখান থেকে ফিরে দেশে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। বিবাহিত মুশতাক চার সন্তানের জনক। বর্তমানে তিনি সৌদি আরব অবস্থান করছেন।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close