দেশজুড়ে
নিখোঁজ হওয়ার চারদিন পর সীতাকুন্ড থেকে সাংবাদিক সরওয়ারকে উদ্ধার
ঢাকা অর্থনীতি ডেস্কঃ চট্টগ্রামে নিখোঁজ হওয়ার চারদিন পর সীতাকুন্ড থেকে সাংবাদিক গোলাম সরওয়ারকে উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিরা বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বাজারের পাশে একটি ব্রীজের নিচে তাকে পাওয়া গেছে। তাকে উদ্ধারের দাবিতে গত তিন দিন ধরে নানা কর্মসূচি পালন করেছে চট্টগ্রামের সাংবাদিকরা।
বৃহস্পতিবার সকাল নয়টার দিকে নগরীর ব্যাটারি গলি বাসা থেকে বের হন আজকের সূর্যোদয়ের স্টাফ রিপোর্টার ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য গোলাম সরওয়ার। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সেদিন রাতে কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার সহকর্মী জোবায়ের সিদ্দিকী।
/এন এইচ