বিনোদন

নায়িকা নয়, ভিলেন হয়ে আসছেন ঐশ্বরিয়া!

ঢাকা অর্থনীতি ডেস্ক: দু’বছরের বিরতি। তবে আবার বলিউডে পা রাখতে চলেছেন বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় । তবে নায়িকা নয় খলনায়িকা হয়ে বলিপাড়ায় ঢুকলেন মেন’স হার্টথ্রব অভিনেত্রী।

তামিল পরিচালক মনিরত্নমের হাত ধরেই প্রথম ক্যারিয়ার শুরু করেছিলেন মুহব্বতের নায়িকা। তারপর আর ফিরে তাকাতে হয় নি, বলিউড পেয়ে গিয়েছিল নীলি আঁখওয়ালী সুনেহেরিকে। দু’দশক ধরে একের পর এক হিট ছবির পর দু’বছর রুপলি পর্দার আড়ালে চলে গিয়েছিলেন। এবার ফের বলিউডে কামব্যাক করছেন ঐশ্বরিয়া।

কল্কি কৃষ্ণমূর্তির ঐতিহাসিক উপন্যাস ‘পন্নিইন সেলভান’-এর অনুকরণে তৈরি হচ্ছে ছবি। সময়কাল দশম শতাব্দীর ভারত। তখন চোল বংশের রাজা রাজা চোল রাজত্ব করছেন। তার রাজকোষের দায়িত্বে থাকা পেরিয়ারের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন তিনি। ছবিতে তাঁর নাম নন্দিনী। বিশদে চরিত্রটি সম্পর্কে জানা না গেলেও উপন্যাস অনুযায়ী শঠতা এবং ক্ষমতার লোভই নন্দিনীর জীবনের মূলমন্ত্র। নিজের স্বামীকে ভুল বুঝিয়ে বিপথে চালনা করে সাম্রাজ্যের পতন ঘটানোর জন্য দায়ী নন্দিনী।

এ বছরের গোড়ার দিকেই ঐশ্বরিয়াকে চিত্রনাট্য শোনান পরিচালক। ‘খাকি’-র পর দীর্ঘদিন খলনায়িকার চরিত্রে কাজ করেননি তিনি। কানাঘুষো শোনা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে মনিরত্নমের এই ছবিতে দেখা যেতে পারে অমিতাভ বচ্চনকেও। খবরটি যদি সত্যি হয়, তাহলে ১১ বছর পর ফের একসঙ্গে পর্দায় দেখা যাবে শ্বশুর-বৌমাকে। ছবিতে জয়রাম রবি, সিম্বু এবং বিক্রমের মতো বেশ কয়েকজন দক্ষিণী অভিনেতারাও অভিনয় করবেন। তবে ছবির নাম কী হবে তা এখনও জানা যায়নি। দেশজুড়ে ছবিটি একাধিক ভাষায় মুক্তি পাবে বলে জানা গিয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close