বিশ্বজুড়ে
নারী সংবাদ উপস্থাপকদের মুখ ঢাকা বাধ্যতামূলক
ঢাকা অর্থনীতি ডেস্কঃ টেলিভিশনের নারী সংবাদ উপস্থাপকদের মুখ ঢেকে রাখার নির্দেশ দিয়েছে তালেবান। যা আগামী ২১ মে থেকে কার্যকর হবে। বুধবার আফগানিস্তানের মিডিয়া আউটলেটগুলোকে তালেবানের পক্ষ থেকে এ বিষয়ে ডিক্রি জারির কথা জানানো হয়।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ, পুরুষসঙ্গী ছাড়া নারীদের দূরে ভ্রমণ নিষিদ্ধ করার পর এবার নারী সংবাদ উপস্থাপকদের মুখ ঢেকে রাখার নির্দেশনার কথা জানাল তালেবান।
এই নির্দেশের প্রতিক্রিয়ায় আফগানিস্তানের এক নারী সাংবাদিক বলেছেন, ‘তাঁরা (তালেবান) আমাদের টিভিতে উপস্থাপনা বন্ধ করতে পরোক্ষভাবে চাপ দিচ্ছে। মুখ ঢেকে কীভাবে সংবাদ পাঠ করা যায়?’
নারীদের বিষয়ে তালেবানের এমন অবস্থান নিয়ে টুইটারে বইছে সমালোচনার ঝড়। টুইটারে একজন লিখেছেন, ‘বিশ্বের অন্যান্য দেশগুলো যেখানে মানুষকে করোনার হাত থেকে সুরক্ষা দিতে মাস্ক পরতে বলছে আর সেখানে তালেবান নারী সাংবাদিকদের মুখ দেখা থেকে লোকজনকে সুরক্ষা দিতে মাস্ক পরার কথা বলছে। তালেবানের জন্য নারীরাই একটি রোগ।’
/আরএম