দেশজুড়েপ্রধান শিরোনাম
নারী ব্যাংকারের মৃত্যুর দৃশ্য ব্যাংকের সিসি ক্যামেরায় (ভিডিও সহ)
হঠাৎ করে চেয়ারে ঢলে পড়ে নারী ব্যাংকারের মৃত্যু
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঢাকায় কর্মরত অবস্থায় হঠাৎ করে চেয়ারে ঢলে পড়ে এক নারী ব্যাংকারের মৃত্যু হয়েছে। উত্তরায় প্রাইম ব্যাংকের কার্যালয়ে সোমবার (২৬ আগস্ট) এ ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার দুপুরের দিকে অফিসে কর্মরত অবস্থায় ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ অফিসার গহর জাহান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
প্রাইম ব্যাংকের উত্তরার জসীমউদদীন রোড শাখা কার্যালয়ের ওই মৃত্যুর দৃশ্য ব্যাংকের সিসি ক্যামেরায় ধরা পড়ে। পরে তা সামাজিকমাধ্যমে ভাইরাল হয়।
যেভাবে মৃত্যুর কোলে ঢলে পড়লেন নারী ব্যাংকার
Posted by ঢাকা অর্থনীতি on Tuesday, 27 August 2019
গহর জাহানের বড় ভাই মারুফ নেওয়াজ গণমাধ্যমকে বলেন, কাজ করার মধ্যেই হৃদরোগে আক্রান্ত হলে সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা জানিয়েছে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
ভিডিওতে দেখা যায়, ওই নারী কর্মকর্তার ডেস্কে একজন নারী গ্রাহক এসে বসেছেন। গ্রাহকের কাজ করার সময় তিনি একাধিকবার পানি পান করেন। এর মধ্যে পানি পান করতে গিয়ে তিনি টেবিলে ঢলে পড়েন। পরে তাকে ধরতে গেলে নিচে পড়ে যান। সহকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
/আরএম