দেশজুড়ে
নারী প্রার্থীর স্বামীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম
ঢাকা অর্থনীতি ডেস্ক: মাদারীপুরের কালকিনিতে ইউপি নির্বাচনে পরাজিত এক সংরক্ষিত নারী প্রার্থীর স্বামীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।
আহত আলমগীর হোসেনের স্ত্রী আসমা বেগম সম্প্রতি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন করে পরাজিত হন।
স্বজনরা জানায়, একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন আলমগীর। এসময় সূর্যমনি বাজারে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাকে জোর করে আড়িয়াল খাঁ নদের পাড়ে নিয়ে যায়। পরে তাকে হাতুড়ি পেটা করা হয়। আলমগীরের শরীরের বিভিন্নস্থানে রড দিয়েও আঘাত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এদিকে, বিজয়ী প্রার্থী ফিরোজা বেগমের লোকজন এই ঘটনা ঘটাতে পারে বলে ধারণা স্বজন ও পুলিশের।