দেশজুড়ে

নারীকে হেনস্থার অভিযোগে বাস হেলপারের কারাদণ্ড

ঢাকা অর্থনীতি ডেস্কঃ চট্টগ্রামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাসে নারীকে হেনস্থা করার অভিযোগ পেয়ে এক বাস হেলপারকে ৪ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিআরটিএ’র ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক এ কারাদণ্ড দেন।

অভিযুক্ত ব্যক্তির নাম আমীর হোসেন (৪২)।

এস এম মনজুরুল হক সংবাদমাধ্যমে জানান, ‘বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম’ নামে ফেসবুক পেইজে ১০ নম্বর রোডের একটি বাসের (চট্টমেট্রো জ-১১১৬০৫) হেলপার কর্তৃক এক নারীকে হেনস্থা করার অভিযোগ পাই। বৃহস্পতিবার সকালে দামপাড়া থেকে বাসটি আটক করা হয়। কিন্তু বাসটিতে অভিযুক্ত হেলপার ছিল না। পরে পুলিশের সহযোগিতায় ওই হেলপারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করায় তাকে ৪ মাসের কারাদণ্ড দেওয়া হয় বলে জানান মনজুরুল হক।

Related Articles

Leave a Reply

Close
Close