দেশজুড়েপ্রধান শিরোনাম
নারায়ণগঞ্জে সংবাদকর্মীকে ছুরিকাঘাত করে হত্যা
ঢাকা অর্থনীতি ডেস্কঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ইলিয়াস নামের একজন সংবাদকর্মীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার রাত ৯ টার দিকে উপজেলার জিওধরা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে
নিহত ইলিয়াস বন্দরের জিওধারা এলাকার মজিবর মিয়ার ছেলে। সে দৈনিক বিজয় পত্রিকায় কাজ করতো।
ভারপ্রাপ্ত সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু বলেন, ইলিয়াস আমাদের পত্রিকায় সংবাদদাতা হিসেবে কাজ করতো।
প্রত্যক্ষদর্শী তাওলাদ জানান, ইলিয়াসসহ কয়েকজন চটপটি দোকানে বসে আড্ডা দিচ্ছিলাম। এ সময় তুষারসহ কয়েকজন এসে তাকে গালমন্দ করতে থাকে। আর বলে ‘লেখা শিখায়া দিমু’। এ কথা বলার পর ইলিয়াস বাড়ি দিকে চলে যাচ্ছিল। এ সময় তুষারসহ কয়েকজন তার পিছু নেয়। পরে তারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।ইলিয়াসকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
বন্দর থানার এসআই তাহিদুউল্লা জানান, বন্দরের আদমপুর জিওধরা চৌরাস্তা এলাকায় কে বা কারা ইলিয়াসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে ১০০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
/এন এইচ