দেশজুড়েপ্রধান শিরোনাম

নারায়ণগঞ্জে নির্মাণাধীন ৪ তলা ভবন ধস, নিহত ১

ঢাকা অর্থনীতি ডেস্কঃ নারায়ণগঞ্জে নির্মাণাধীন চারতলা একটি ভবন ধসে পড়েছে। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেছে।

রোববার (০৩ নভেম্বর) বিকেলে শহরের বাবুরাইল এলাকায় ভবনটি ধসে পড়ে।

স্থানীয়রা জানান, বাবুরাইল এলাকায় একটি খালের উপর ভবনটি ধসে পড়ে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ভবনের ভেতরে আরও কয়েকজন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন জানান, বিকেল ৪টায় হঠাৎ করে চারতলা নির্মাণাধীন একটি ভবন ধসে পড়েছে। ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজ শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Close
Close